menu-iconlogo
huatong
huatong
avatar

আমি তোমাকে চাই

Kabir Sumanhuatong
⚜️⃟🦃𝙈𝙊𝙕𝙄𝘽.⚜️⃟🦃🆉🅼🅻huatong
بول
ریکارڈنگز
মেয়েঃ আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আকাশ যেমন মাটিকে চায়

নদী যেমন সাগরে যায়

আকাশ যেমন মাটিকে চায়

নদী যেমন সাগরে যায়

তেমনি করে.. তোমার সাথে

বলবো কথা..

না না না আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

জোনাকি যেমন রাতকে চায়

ভ্রমর যেমন ফুল ফুটায়

জোনাকি যেমন রাতকে চায়

ভ্রমর যেমন ফুল ফুটায়

ভালোবেসে..হবো নাতো

ঝরা পাতা...

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

ছেলেঃ একটি মানুষ একটাই মন

একজনই তার..হয় যে আপন

একটি মানুষ একটাই মন

একজনই তার..হয় যে আপন

পাথর কেটে ভাগ করা যায়

ভালোবাসা যায় না

খাঁচায় বন্দী হলে পাখি

মনের গান তো গায় না

মেয়েঃ আমি গান শুনবো শত শত

খেয়াল খুশি ইচ্ছেমতো

এক পলক ও সইবো না তো

প্রেমের নীরবতা...

না না না আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

দুঃখ যেমন সুখকে চায়

বৃষ্টি যেমন চুল ভেজায়

দুঃখ যেমন সুখকে চায়

বৃষ্টি যেমন চুল ভেজায়

তোমার নামে..ভরা আমার

মনের খাতা...

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

ছেলেঃ একটি হাতে রাখবো এ হাত

একটি রাত বাসর রাত

হুম..একটি হাতে রাখবো এ হাত

একটি রাত বাসর রাত

ভালোবাসা নয়তো কোন

ঠুনকো কাচের খেলনা

যারে আমি সব দিয়েছি

নয়রে সে তো খেলনা

মেয়েঃ আমি খেলব শুধু তোমার সাথে

কাছে বসে দিনে রাতে

তোমায় পেয়ে ভুলে যাব

মনের যত ব্যাথা...

না না না আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

গান যেমন সুরকে চায়

নিকট যেমন দূরকে চায়

গান যেমন সুরকে চায়

নিকট যেমন দূরকে চায়

তোমার প্রেমের..ফুল নেবো

দেখতে মাথায়...

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আকাশ যেমন মাটিকে চায়

নদী যেমন সাগরে যায়

আকাশ যেমন মাটিকে চায়

নদী যেমন সাগরে যায়

তেমনি করে.. তোমার সাথে

বলবো কথা..

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

আমি তোমাকে চাই

Kabir Suman کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے