আজকের সন্ধ্যায়
তুমি আসবে বলে
আমি মনের দূয়ার খুলে রেখেছি
আজকের সন্ধ্যায়
তুমি আসবে বলে
আমি মনের দূয়ার খুলে রেখেছি
ঝির ঝির বাতাসে,নীল নীল আকাশে
আমি শাড়ির আঁছল,উড়িয়ে..দিয়েছি
আজকের সন্ধ্যায়..
প্রনোয়ের নীল আকাশে,দুটা তারা জলছে
ভালোবাসি কানে কানে একথায় বলছে..
সুখ সুখ অন্তরে
রয়েছো মন জুরে জীবনও জুয়ারে তাই ভেসেচলেছি
প্রনোয়ের নীল আকাশে,দুটা তারা জলছে
ভালোবাসি কানে কানে একথায় বলছে..
সুখ সুখ অন্তরে
রয়েছো মন জুরে জীবনে জুয়ারে তাই ভেসেচলেছি
ঝির ঝির বাতাসে,নীল নীল আকাশে
আমি শাড়ির আঁছল,উড়িয়ে..দিয়েছি
আজকের সন্ধ্যায়..
তুমি আসবে বলে
আমি মনের দূয়ার খুলে রেখেছি
হৃদয়ের চার পাশে,তুমি আছো বেয়ে
রংধনু সাত রঙের সাজিয়েছি পৃথীবী..
জুগ জুগ ধরে থেকো এই অন্তরে
আমি শুধু তোমারী হয়ে আছি
হৃদয়ের চার পাশে,তুমি আছো বেয়ে
রংধনু সাত রঙের সাজিয়েছি পৃথীবী..
জুগ জুগ ধরে থেকো এই অন্তরে
আমি শুধু তোমারী হয়ে আছি
ঝির ঝির বাতাসে,নীল নীল আকাশে
আমি শাড়ির আঁছল,উড়িয়ে..দিয়েছি
আজকের সন্ধ্যায়..
তুমি আসবে বলে
আমি মনের দূয়ার খুলে রেখেছি
আজকের সন্ধ্যায়..
তুমি আসবে বলে
আমি মনের দূয়ার খুলে রেখেছি
ঝির ঝির বাতাসে,নীল নীল আকাশে
আমি শাড়ির আঁছল,উড়িয়ে..দিয়েছি
আজকের সন্ধ্যায়..