menu-iconlogo
huatong
huatong
kazi-nazrul-islam-karar-oi-louho-kopat-cover-image

Karar Oi Louho Kopat

Kazi Nazrul Islamhuatong
TAPOS_Majumderhuatong
بول
ریکارڈنگز
কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

ভেঙ্গে ফেল কর রে লোপাট

রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

ওরে ও তরুণ ঈশান

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ

ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

ভেঙ্গে ফেল কর রে লোপাট

রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

ওরে ও তরুণ ঈশান

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ

ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

গাজনের বাজনা বাজা

কে মালিক, কে সে রাজা

গাজনের বাজনা বাজা

কে মালিক, কে সে রাজা

গাজনের বাজনা বাজা

কে মালিক, কে সে রাজা

কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে

হা হা হা পায় যে হাসি,হাহা হা পায় যে হাসি

ভগবান পরবে ফাঁসি

সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে

কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

ভেঙ্গে ফেল কর রে লোপাট

রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

ওরে ও তরুণ ঈশান

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ

ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

ওরে ও পাগলা ভোলা

দে রে দে প্রলয় দোলা

ওরে ও পাগলা ভোলা

দে রে দে প্রলয় দোলা

ওরে ও পাগলা ভোলা

দে রে দে প্রলয় দোলা

ওরে ও পাগলা ভোলা

দে রে দে প্রলয় দোলা

গারদগুলা জোরসে ধরে হেচকা টানে

মার হাঁক হায়দারী হাঁক

মার হাঁক হায়দারী হাঁক

কাধে নে দুন্দুভি ঢাক

ডাক ওরে ডাক,মৃত্যুকে ডাক জীবন পানে

কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

ভেঙ্গে ফেল কর রে লোপাট

রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

ওরে ও তরুণ ঈশান

ওরে ও তরুণ ঈশান

বাজা তোর প্রলয় বিষাণ

ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট

কারার ঐ লৌহকপাট...

Kazi Nazrul Islam کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے