menu-iconlogo
huatong
huatong
avatar

আমারে আসিবার কথা কইয়া

Kazi Shuvohuatong
liuchuanfenghuatong
بول
ریکارڈنگز
আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

রাঁধে গো.... ও ও ও ও

আমার কথা নাই তোর মনে,

প্রেম করছ জোয়াইনের সনে,

শুয়াই আছ নিজ পতি লইয়া।

আমি, আর কতকাল থাকবো রাধে গো...

আমি, আর কতকাল থাকবো রাধে গো...

দোয়ারে দাঁড়াইয়া...?

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

রাঁধে গো.... ও ও ও ও

দেখার যদি ইচ্ছা থাকে,

আইস রাই যমুনার ঘটে,

কাল সকালে কলসি কাঁখে লইয়া।

আমি জলের ছায়ায় লুফে নিবো গো...

আমি জলের ছায়ায় লুফে নিবো গো...

কদম ডালে বইয়া...

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

রাঁধে গো.... ও ও ও ও

নারী জাতির কঠিন রীতি,

বুঝেনা পুরুষের মতি,

সদায় থাকে নিজেরে লইয়া।

তুমি করছ নারী রূপের বড়াই গো...

তুমি করছ নারী রূপের বড়াই গো...

রাঁধা ভ্রমণে যায় কইয়া...

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

আমারে আসিবার কথা কইয়া,

মান করে রাই, রইয়াছ ঘুমাইয়া।

,Thanks ,

Kazi Shuvo کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے