menu-iconlogo
huatong
huatong
keshab-dey-tuktukir-maa-2o-cover-image

Tuktukir Maa 2.O | টুকটুকির মা

Keshab Deyhuatong
ONGKUR🌱huatong
بول
ریکارڈنگز
Song : Tuktukir Maa 2.O

Singer : Keshab Dey

Orient Singer Site

=======================

<< Upload BY ONGKUR >>

পাড়ার ওই মোড়ের পাশে ফুচকা খেতে এসছিল সে

সেই থেকে হঠাৎ করে পিছলে গেছে মন

শিল বাবু পঞ্জিকাতে যত্নে করে লিখে গেছেন

পুরোহিত ১০১ এ মেলাচ্ছে দিনক্ষণ

হে...পাড়ার ওই মোড়ের পাশে ফুচকা খেতে এসছিল সে

সেই থেকে হঠাৎ করে পিছলে গেছে মন

শিল বাবু পঞ্জিকাতে যত্নে করে লিখে গেছেন

পুরোহিত ১০১ এ মেলাচ্ছে দিনক্ষণ

আমি গরম কালের বেল, তুমি কাশ্মীরি আপেল

যাবো তোমায় নিয়ে উইড়া আকাশে

এমন হইতো না আগে মনে সুড়সুড়ি লাগে

যখন আমার দিকে ঘুইরা তাকায় সে

বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা

চুল কডা পাইকে গেসে বাতাসে

তোমার মেয়েডা আমারে দিবানা

ওকথা মোটে কবানা

নইলে কিন্তু মরেজাবানী হুতোশে

বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা

চুল কডা পাইকে গেসে বাতাসে

<< Upload BY ONGKUR >>

দেখতে মালাই চম চম

পা পিছলে আলুর দম

পারায় নাকি নতুন ফুলের চাষ হয়েছে

এবিপি দুঃখ চ্যানেলে

ব্রেকিং নিউজ প্যানেলে বলেছে

সকাল থেকে কালো কালো ভোমরা জুটেছে

তিন বার চেয়েছি নম্বর ডেকেছে পার্কে শনিবার

ওখানে যাবো আরেকবার চাইবো

দিলে দেবে না দিলে না দেবে

আমার অতো বাবু লোভটোব নেই

হুহ!....

<< Upload BY ONGKUR >>

ও...শোনোনা ও শাশুড়ি, ওগো তোমার পায়ে পড়ি

সাজানো ফুলের ঘরে, টুকটুকিরেই চাই

লোকে যা বলছে বলুক, আলোচনা চলছে চলুক

ছেলে আমি ভদ্র শুধু রাতে একটু খাই

আমারে পাইলে কাছে মাইয়া পরান খুইলা নাচে

আমার মায়ের বৌমা হবে সে

জম জমাটি প্রেম জমেছে,

চাঁদ উঠেছে ফুল ফুটেছে

বিয়ে হবে ভাদ্দর মাসে

বয়স আমার বেশি না

ও টুকটুকি তোমার আম্মারে বোঝাও

তোমারে ছাড়া মইরা যামু

হে...বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা

চুল কডা পাইকে গেসে বাতাসে

তোমার মেয়েডা আমারে দিবানা

ওকথা মোটে কোবানা

নইলে কিন্তু মরেজাবানী হুতোশে

বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা

চুল কডা পাইকে গেসে বাতাসে

বয়স আমার বেশি না

এ টুকটুকু শোন না, এমন করিস না

হে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা

চুল কোটা পাইকে গেসে বাতাসে

Keshab Dey کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے