menu-iconlogo
huatong
huatong
avatar

আমার মতো এতো সুখি Amar Moto Eto Sukhi

Khalid Hasan Milluhuatong
burowmorlhuatong
بول
ریکارڈنگز
আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জানি এ বাঁধন ছিড়ে গেলে কভু

আসবে আমার মরন

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

বুকে ধরে যতো ফুল ফুটালাম

সে ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পারিহাস এরি নাম

বুকে ধরে যতো ফুল ফুটালাম

সে ফুলের কাটা ছাড়া কি পেলাম

ভাগ্যের পারিহাস এরি নাম

কেনো নিয়তির কাছে বারে বারে

হেরে যায় মানুষ এমন

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

নয়তো কারো জীবন

চারিদিকে নির্রাশার বালুচর

কি আশায় বেধেছি এ খেলা ঘর

স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

চারিদিকে নির্রাশার বালুচর

কি আশায় বেধেছি এ খেলা ঘর

স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়

কেনো মমোতার টানে কেঁদে মরে

বেদনার কথা এখন

আমার মতো এতো সুখি

নয়তো কারো জীবন

কি আদর স্নেহ ভালোবাসায়

জড়ানো মায়ার বাঁধন

জড়ানো মায়ার বাঁধন

Khalid Hasan Millu کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے