menu-iconlogo
logo

দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়

logo
بول
দুঃখ ভালোবেসে

প্রেমের খেলা খেলতে হয়

দুঃখ ভালোবেসে

প্রেমের খেলা খেলতে হয়।

আগুনে মন পুড়ে

অলঙ্কার বানাতে হয়

দুঃখ ভালোবেসে

প্রেমের খেলা খেলতে হয়।

আগুনে মন পুড়ে

অলঙ্কার বানাতে হয়

আ..আ..আ..আ...

কোনদিন....

কোনদিন যদি আসে....

আমি নাই গো পাশে

সেইদিন.....

সেদিন বলো অবশেষে

প্রেম থাকে বিশ্বাসে

প্রেম থাকে বিশ্বাসে

দুঃখ ভালোবেসে

প্রেমের খেলা খেলতে হয়।

আগুনে মন পুড়ে

অলঙ্কার বানাতে হয়

আ..আ..আ..আ...

চিরদিন …….

চিরদিন প্রেম বলে...

আমি তো চোখের জলে

সব ঋণ.....

সব ঋণ মুছে দিয়ে

মরবো তোমাকে নিয়ে

মরবো তোমাকে নিয়ে

দুঃখ ভালোবেসে

প্রেমের খেলা খেলতে হয়।

আগুনে মন পুড়ে

অলঙ্কার বানাতে হয়

আ..আ..আ..আ...

সমাপ্ত

দয়া করে লাইক দিতে ভুলবেন না

দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয় بذریعہ Khalid Hasan Millu - بول اور کور