বন্ধু তুমি আমার সঙ্গি তুমি আমার
খালেদ হাসান মিলু,সাকিলা জাফর
আপলোড বাই
দেবজানি
বন্ধু তুমি আমার সঙ্গি তুমি আমার
চিরোদিন তোমায় আমি ভালবেসে যাব
বন্ধু তুমি আমার সঙ্গি তুমি আমার
চিরোদিন তোমায় আমি ভালবেসে যাব
বিজয় দেবজানি
হাজার বছর তোমার আসায় পথ চেয়েছিলাম
তোমায় আমি প্রানের চেয়েও আপন করে নিলাম
হাজার বছর তোমার আসায় পথ চেয়েছিলাম
তোমায় আমি প্রানের চেয়েও আপন করে নিলাম
জীবন তুমি আমার মরন তুমি আমার
ভাবি নি তোমায় আমি এতো কাছে পাবো
বন্ধু তুমি আমার সঙ্গি তুমি আমার
চিরোদিন তোমায় আমি ভালবেসে যাব
দেবজানি বিজয়
তোমার বুকে মাথা রেখে মরন যেন আসে
ইহো কালে পরকালে রব তোমার পাশে
তোমার বুকে মাথা রেখে মরন যেন আসে
ইহো কালে পরকালে রব তোমার পাশে
তুমি আমার আসা আমার ভালবাসা
ভালবাসার এ গান চিরোদিনি গাবো
বন্ধু তুমি আমার সঙ্গি তুমি আমার
চিরোদিন তোমায় আমি ভালবেসে যাব
বন্ধু তুমি আমার সঙ্গি তুমি আমার
চিরোদিন তোমায় আমি ভালবেসে যাব
Thank You