প্রানে যারে চায় বন্ধু রে •
ও বন্ধু মনে যারে চায়
তারে কি ভুলিতে গো পারি
তারে কি ভুলিতে গো পারি
পরেরি কথায় রে
প্রানে যারে চায় বন্ধু রে
ও বন্ধু মনে যারে চায় বন্ধু রে
Don't forget to like follow
Please wait follow music
গাছের বল হয় শিকড় বাকল়
মাছের বল হয় পানি
গাছের বল হয় শিকড় বাকল়
মাছের বল হয় পানি
তুমি আমার শীতেরও কাঁথা
তুমি আমার শীতেরও কাঁথা
উদলা ঘরের ছাউনি রে
প্রানে যারে চায় বন্ধুরে
ও বন্ধু মনে যারে চায় বন্ধুরে •
Don't forget to like follow
Please Wait follow music
তোমায় ভালবাইসা গো বন্ধু
লোকের হইলাম বৈরী
তোমায় ভালোবাইসা গো বন্ধু
লোকের হইলাম বৈরী
তোমার প্রেমের ছায়ায় আমি
তোমার প্রেমের ছায়ায় আমি
মরতে যেন পারি রে
প্রাণে যারে চায় বন্ধুরে
ও বন্ধু মনে যারে চায় বন্ধুরে
Don't forget to like follow
Please wait follow music
আসার মাইসা ভরা রে গাঙে
আইলে নয়া পানি
আসার মাইসা ভরা রে গাঙে
আইলে নয়া পানি
আমার কি আর লয়নারে মনে
আমার কি আর লয়নারে মনে
খেলতাম নাও দৌড়ানি রে
প্রানে যারে চায় বন্ধুরে
ও বন্ধু মনে যারে চায়
তারে কি ভুলিতে গো পারি
তারে কি ভুলিতে গো পারি
পরেরি কথায় রে
প্রানে যারে চায় বন্ধুরে
ও বন্ধু মনে যারে চায় বন্ধু রে
গানটি সেট করার পর দয়া করে লাইক দিন।