সজনী আমিতো তোমায় ভুলিনি
সজনী আমিতো তোমা য় ভুলিনি..
এ বুকে তুমি আছো, আগেরই মতই আছো
তুমি ছাড়া এ জীবন, আজও ভা বিনি
সজনী আমিতো তোমায় ভুলিনি
সজনী আমিতো তোমা য় ভুলিনি
কি করে সব বলো যাই গো ভুলে..
ও কি করে সব বলো যাই গো ভুলে
তুমি যে আমার কতো, আপ ন ছিলে
জীবনে তুমি আছো, হৃদয়ে মিশে আছো
আর কারো বুকে তাই, সুখ খুঁ জিনি
সজনী আমিতো তোমায় ভুলিনি..
সজনী আমিতো তোমা য় ভুলিনি
আমি কি তোমায় ছেড়ে থাকতে পারি..
ও আমি কি তোমা য় ছেড়ে থাকতে পারি
যত তুমি ব্যথা দাও সইতে পারি
বেদনার ওই নিলে, দু'চোঁখ ভরে দিলে
আর কারো চোঁখে তাই, চোঁখ রা খিনি
সজনী আমিতো তোমায় ভুলিনি
সজনী আমিতো তোমা য় ভুলিনি
এ বুকে তুমি আছো, আগেরই মত ই আছো
তুমি ছাড়া এ জীবন, আজও ভা বিনি
সজনী আমিতো তোমায় ভুলিনি..
সজনী আমিতো তোমা য় ভুলিনি...