F.প্রেম প্রীতি আর ভালোবাসা
ছোট ছোট কিছু,ভীরু আশা
কিছু হাসি,কিছু চোখের পানি
এই নিয়ে চিরদিন হয় কাহিনী
প্রেম কাহিনী.
M..প্রেম প্রীতি আর ভালোবাসা
ছোট ছোট কিছু ভীরু আশা,
কিছু হাসি, কিছু চোখের পানি,
এই নিয়ে চিরদিন হয় কাহিনী,
প্রেম কাহিনী
F. প্রেম প্রীতি আর,ভালোবাসা
F.কাছা কাছি আমি আছি ,তবু মনে হয়,
কেন আরো ভালোবেসে যেতে
পারে না হৃদয়,পারেনা হৃদয়
M.কাছা কাছি আমি আছি,তবু মনে হয়
কেন আরো ভালোবেসে যেতে
পারে না হৃদয়,
F.. শত মিলনে..
M..শত বিরহে..
M+F অম্লান রবে এই
তিন টি বাণী,প্রেম কাহিনী
F. প্রেম প্রীতি আর ভালোবাসা
F. তীর ভাঙে নীড় ভাঙে অশান্ত ঝড়
তবু কোন ঝড়ে ভাঙে নাতো
প্রেমের'ও বাসর,প্রেমের ও বাসর
M..তীর ভাঙে নীড় ভাঙে অশান্ত ঝড়..
তবু কোন ঝড়ে ভাঙে নাতো
প্রেমের'ও বাসর
F ..শত জনমে..
M. .শত মরণে..
M+F.প্রেমকেই চিরকাল সত্য জানি
প্রেম কাহিনী
F..প্রেম প্রীতি আর ভালোবাসা
M..ছোট ছোট কিছু ভীরু আশা
F.. কিছু হাসি, কিছু চোখের পানি
M..এই নিয়ে চিরদিন হয় কাহিনী..
M+F..প্রেম কাহিনী,
প্রেম প্রীতি আর,ভালোবাসা..