menu-iconlogo
huatong
huatong
avatar

Hariye Felechi Amar Ganer Shorolipi

Khoka Babohuatong
🌹KHOKA🏌BABO🌹🇲🌀🇲🎵🇸huatong
بول
ریکارڈنگز
হারিয়ে ফেলেছি

আমার গানের স্বরলিপি

হারিয়ে ফেলেছি

আমার গানের স্বরলিপি

তাই আজ ক্ষনে ক্ষনে

মনে পড়ে শুধু তার স্মৃতি

হারিয়ে ফেলেছি

আমার গানের স্বরলিপি

ফাগুনে আগুন জ্বেলে

সবকিছু পিছু ফেলে

ফাগুনে আগুন জ্বেলে

সবকিছু পিছু ফেলে

চলে গেছে বহুদূরে

ভুলেছে আমার প্রেমপ্রিতী

ফাগুনে আগুন জ্বেলে

সবকিছু পিছু ফেলে

চলে গেছে বহুদূরে

ভুলেছে আমার প্রেমপ্রিতী

সেত আর আসবেনা

আর পিছু ডাকবেনা

দিয়ে গেছে চিরতরে ইতি..

হারিয়ে ফেলেছি

আমার গানের স্বরলিপি

হারিয়ে ফেলেছি

আমার গানের স্বরলিপি

ভরসা করেছি যারে

ভরসা দিয়েছে ডেলে

ভরসা করেছি যারে

ভরসা দিয়েছে ডেলে

স্বপ্ন ভেঙ্গে দিয়ে

নিয়েছে চলার গতি কেড়ে

ভরসা করেছি যারে

ভরসা দিয়েছে ডেলে

স্বপ্ন ভেঙ্গে দিয়ে

নিয়েছে চলার গতি কেড়ে

তাই আর ভাববোনা

পথ চেয়ে রইবোনা

বুজে গেছি পৃথিবীর রিতি

হারিয়ে ফেলেছি

আমার গানের স্বরলিপি

তাই আজ ক্ষনে ক্ষনে

মনে পড়ে শুধু তারই স্মৃতি

হারিয়ে ফেলেছি

আমার গানের স্বরলিপি

হারিয়ে ফেলেছি

আমার গানের স্বরলিপি

হারিয়ে ফেলেছি

আমার গানের স্বরলিপি

Khoka Babo کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے