menu-iconlogo
logo

চোখ জুড়ানো মনের মত ভাবি এনে দাও

logo
بول
? চোখ জুড়ানো মনের মত

ভাবি এনে দাও....

ও আমার ভাইয়ারে

? চোখ জুড়ানো মনের মত

ভাবি এনে দাও....

ও আমার ভাইয়ারে...

? আমার কথা ভাবিস না রে

বিয়ে দেবো আগে তোরে...

? যেদিন যাবি স্বামীর ঘরে...

ভাইয়ার কথা ভুলিসনা রে

? না না ভাইয়া

যাবনা তোমায় ছেড়ে

যা কিছু বল মোরে

যাবনা তোমায় ছেড়ে

যা কিছু বল মোরে

রইব তোমারি আদরে...

ও আমার ভাইয়ারে...

চোখ জুড়ানো মনের মত

ভাবি এনে দাও....

ও আমার ভাইয়ারে...

? শাশুড়িকে করলে আপন...

মায়ের কথা ভুলবি তখন...

? আমার দোয়া সঙ্গে রবে...

সুখী তোদের জীবন হবে...

? না ভাইয়া না..

ভাবি না এলে পরে

যাব না পরের ঘরে

ভাবি না এলে পরে

যাব না পরের ঘরে

দুলহা সাজাবো তোমারে...

ও আমার ভাইয়ারে...

চোখ জুড়ানো মনের মত

ভাবি এনে দাও....

ও আমার ভাইয়ারে...

চোখ জুড়ানো মনের মত

ভাবি এনে দাও....

ও আমার ভাইয়ারে..

চোখ জুড়ানো মনের মত ভাবি এনে দাও بذریعہ Khurshid Alam/Moumita - بول اور کور