menu-iconlogo
logo

আজকে না হয় ভালবাস

logo
بول
আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

আরে...আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

তোমার আমার মাঝে

কেন বাঁধা তুমি রাখো

একটু আদর করে

আজ নতুন নামে ডাকো

আমায় একা ফেলে

যদি খিড়কী বন্ধ করো

মনের খিড়কী তোমার

জানি খুলে যাবে আরো

স্বপ্নের রানী তুমি

দাওনা একটু অনুমতি

ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

আরে...আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

Follow me

and.

check my song book

মধুরও এই নিবিড়ে

এক কামড়ায় দুজনে

বন্দী হয়ে গেলে

বলো ক্ষতি কি যে তাতে

শুনেছি এক সিংহ

নাকি আছে আশেপাশে

আমার খেয়ে ফেললে

তুমি তখন পস্তাবে

দরজা খুলে দাও

রাখো তোমার কাছে কাছে

ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

আরে...আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

ঐ প্রেমের দরজা খোলনা,

কাল কি হবে জানিনা

আরে...আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

আরে...আজকে না হয় ভালোবাসো

আর কোনদিন নয়

আজকে না হয় ভালবাস بذریعہ Khurshid Alam - بول اور کور