বাপের চোখের মণি নয়।
গীতিকার: গাজী মাজহারুল আনোয়ার। সংগীত: আনোয়ার পারভেজ।
আপলোড: তারক / শিক্ষক পরিবার- ১২৮৮০০৪।
রুম নং: ১১৬০ ৩৯১।
১. বাপের চোখের মনি নয়
মায়ের সোনার খনি নয়
ভাইয়ের আদরের ছোট বোন
২. একটি বীণার তার
মোরা একটি সংসার
দুজনে বড় যে আপন
১. ভাইয়ের আদরের ছোট বোন
১. মুক্ত মানিক নিয়ে
স্বপ্নেরও সওদাগর
আসবে ভরিয়ে দিতে
আমাদের ছোট্ট ঘর
২. মুক্ত মানিক নিয়ে
স্বপ্নেরও সওদাগর
আসবে ভরিয়ে দিতে
আমাদের ছোট্ট ঘর
১. সেই সুখ ফুরাবেনা,
স্বপ্ন হারাবেনা,
রবে রঙিন চোখের কোণ
২. চতুর্দোলায় দুলে
যাবে পরের ঘর
তারার ফুলে ফুলে
ভরবে রঙিন বাসর
যাবে পরের ঘর
তারার ফুলে ফুলে
ভরবে রঙিন বাসর
২. সেইদিন তো দূরে নয়,
এ আশা মিছে নয়__
১. বলছে থেকে থেকে মন
ভাইয়ের আদরের ছোট বোন
২. বাপের চোখের মনি নয়
মায়ের সোনার খনি নয়
ভাইয়ের আদরের ছোট বোন
১. একটি বীনার তার
মোরা একটি সংসার
দুজনে বড় যে আপন
২. ভাইয়ের আদরের ছোট বোন
১. ভাইয়ের আদরের ছোট বোন