"ধীরে ধীরে চল ঘোড়া"
শিল্পীঃ খুরশীদ আলম
ধীরে ধীরে চল ঘোড়া
সাথী বড় আনকোরা
Uploaded by🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
হে..ধীরে ধীরে চল ঘোড়া
সাথী বড় আনকোরা
রূপনগরের পরী...হায় রে
হয়েছে আজ সোয়ারী হো...
হয়েছে আজ সোয়ারী হে.হে..
Uploaded by🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
হেলিয়া দুলিয়া চলে
নিয়ে যা যেথা সে যায়
Uploaded by🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
কোমল অঙ্গে যেন....
কোন ব্যাথা সে না পায়...
তারে যতই দেখি ফেরে না যে আঁখি
Uploaded by🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
তারে যতই দেখি ফেরে না যে আঁখি
বুঝি না কী যে করি হায়
ধীরে ধীরে চল ঘোড়া
সাথী বড় মুখচোরা
Uploaded by🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
ধীরে ধীরে চল ঘোড়া
সাথী বড় মুখচোরা
সে যে বোবা নারী হায় রে
হয়েছে আজ সোয়ারী হো…
হয়েছে আজ সোয়ারী হাট..হাট
Uploaded by🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
রঙ্গিলা মৌসুম এলো
হলো যে রঙ্গিন সফর...
Uploaded by🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
সুন্দরী সঙ্গিনী পেলাম...
পেলাম না মনের খবর...
কবে লাজুকলতা বলবে মনের কথা
Uploaded by🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
কবে লাজুকলতা বলবে মনের কথা
আমি তো ভেবে মরি হায়
তারে ডেকে বল ঘোড়া
ভাল নয় রাগ করা
Uploaded by🌷BIPU🌷সূরের ছোঁয়া🌷Follow me
তারে ডেকে বল ঘোড়া
ভাল নয় রাগ করা
জীবনে প্রথম নারী হায়রে
পেয়েছি আজ সোয়ারী হো..
পেয়েছি আজ সোয়ারী
ধীরে ধীরে চল ঘোড়া
সাথি বড় আনকোরা
রুপনগরের পরী হায়রে
হয়েছে আজ সোয়ারী হো..
হয়েছে আজ সোয়ারী...
🌷🌷 যবানিকা 🌷🌷