menu-iconlogo
logo

HQ মাগো মা ওগো মা আমারে বানাইলি

logo
بول
Follow-Tapos Majumder

==== =====

মা'গো মা...

ওগো মা...

আমারে বানাইলি তুই দিওয়ানা

মা'গো মা...

ওগো মা...

আমারে বানাইলি তুই দিওয়ানা

আমি দুনিয়া ছাড়ি, যেতে পারি

দুনিয়া ছাড়ি, যেতে পারি

তোকে আমি ছাড়বোনা ও মা

তোকে আমি ছাড়বো না

মা'গো মা...

ওগো মা...

আমারে বানাইলি তুই দিওয়ানা

Follow-Tapos Majumder

===== =====

জন্ম নিলাম তোরই কোলে

স্নেহ মায়ায়, রাখলি আমায় বুকে তুলে

মা গো... মা...

-----

জন্ম নিলাম তোরই কোলে

স্নেহ মায়ায় রাখলি আমায় বুকে তুলে

তোকে কাছে পেলে

যাই যে ভুলে

মনের যতো যন্ত্রণা আমার,

মনের যতো যন্ত্রণা

মা'গো মা...

ওগো মা...

আমারে বানাইলি তুই দিওয়ানা

Follow-Tapos Majumder

=== ====

পারবিনা তুই ফাঁকি দিতে

যেখানে যাস, হবে আমায় সঙ্গে নিতে,

মা গো... মা...

--------

পারবিনা তুই ফাঁকি দিতে

যেখানে যাস, হবে আমায় সঙ্গে নিতে

আমি তোর পাশে মা,

ঠাই যদি পাই

মরণে ভয় করব না আমি,

মরণে ভয় করব না

মা'গো মা...

ওগো মা...

আমারে বানাইলি তুই দিওয়ানা

মা'গো মা...

ওগো মা...

আমারে বানাইলি তুই দিওয়ানা

আমি দুনিয়া ছাড়ি, যেতে পারি

দুনিয়া ছাড়ি, যেতে পারি

তোকে আমি ছাড়বোনা ও মা

তোকে আমি ছাড়বো না

মা'গো মা...

ওগো মা...

আমারে বানাইলি তুই দিওয়ানা

আমারে বানাইলি তুই দিওয়ানা

আমারে বানাইলি তুই দিওয়ানা

আমারে বানাইলি তুই দিওয়ানা

Thank you

HQ মাগো মা ওগো মা আমারে বানাইলি بذریعہ Khurshid Alam - بول اور کور