menu-iconlogo
huatong
huatong
khurshid-alam-o-duti-noyone-cover-image

O Duti Noyone

Khurshid Alamhuatong
✯͜͡Mozibur✯͜͡♻️🅑🅢🅐♻️huatong
بول
ریکارڈنگز
ও দুটি নয়নে স্বপনে চয়নে

নিজেরে যে ভুলে যাই

তুলনা খুজে না পাই

আজ মন রাখা হল দায়

হায় রে আজ মন রাখা হল দায়

ও দুটি নয়নে স্বপনে চয়নে

নিজেরে যে ভুলে যাই

তুলনা খুজে না পাই

আজ মন রাখা হল দায়

হায় রে আজ মন রাখা হল দায়

আকাশে ঝিলের জলে যেদিকে তে চাই আমি

তোমার রূপের ছোয়া শুধু পাই আমি

হৃদয়ে কী সুর বাজে নিজের মাঝে নেই আমি

তোমার চোখে হারিয়েছি এই আমি

উপমা তোমার

তুমি ছাড়া যে।

উপমা তোমার

তুমি ছাড়া যে।

কিছুতে মেলে না হায়।।

আজ মন রাখা হল দায়

হায় রে আজ মন রাখা হল দায়

দখিনা ফোঁটায় যখন ফুলের বনে মঞ্জুরী

তোমার কথাই বলে যেন গুঞ্জরী

ভ্রমরা উড়ে এসে মুখে বসে ছল করি

ফুলের পরাগরেনু ভেবে ভুল করি

হৃদয় তোমার কারে দিবে গো।

হৃদয় তোমার কারে দিবে গো।

সে কথা বলো না হায়।।

আজ মন রাখা হল দায়

হায় রে আজ মন রাখা হল দায়

ও দুটি নয়নে স্বপনে চয়নে

নিজেরে যে ভুলে যাই

তুলনা খুজে না পাই

আজ মন রাখা হল দায়

হায় রে আজ মন রাখা হল দায়

ও দুটি নয়নে স্বপনে চয়নে

নিজেরে যে ভুলে যাই

তুলনা খুজে না পাই

আজ মন রাখা হল দায়

হায় রে আজ মন রাখা হল দায়

হায় রে আজ মন রাখা হল দায়

হায় রে আজ মন রাখা হল দায়

Khurshid Alam کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے