menu-iconlogo
huatong
huatong
kishor-kumarasha-bhosle-adho-alo-chayate-cover-image

Adho Alo Chayate

Kishor Kumar/Asha Bhoslehuatong
nseminitishuatong
بول
ریکارڈنگز
হো.. আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

ও..ও

আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

Music

আমারি আকাশে তুমি যে ধুবতারা

তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা

আমারি আকাশে তুমি যে ধুবতারা

তুমি ছাড়া আমি হয়ে যাই যে দিশাহারা

আছি মনে আর মরণে

আমি যে তোমার

ও হো..

আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার।

জোছনা ঢালা এই রাত যেনো এমনি থাকে

প্রেমেরি স্বপ্ন মহল যেনো এমনি থাকে

হো..ও

জোছনা ঢালা এই রাত যেনো এমনি থাকে

প্রেমেরি স্বপ্ন মহল যেনো এমনি থাকে

আমি আলো হয়ে আসবো

হোকনা অন্ধকার

হু..হু

আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার।

ও...

আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে

ও মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে

আমি যা চেয়েছি তুমি তা দিয়েছ ঢেলে

ও মন মোর ময়ূরী হয়ে আজ পাখনা মেলে

তুমি ডাকলে

কাছে থাকলে

ভয় নেই হারিয়ে যাওয়ার

হু..হু

আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

হো..হো...

আধো আলো ছায়াতে

কিছু ভালোবাসাতে

আজ মন ভোলাতে হবে বলো কার

কারো নয় শুধু যে আমার

কারো নয় শুধু যে আমার

কারো নয় শুধু যে আমার

Kishor Kumar/Asha Bhosle کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے