menu-iconlogo
huatong
huatong
avatar

যদি একবার বলো ভালোবাসি ekbar bolo valobasi

Konok Capa/Andro Kishore অনেক চাওয়ার মাঝে একটু চাওয়া #shakibhuatong
nez-percehuatong
بول
ریکارڈنگز
অনেক চাওয়ার মাঝে একটু চাওয়া

তোমাকে আমার করে কাছে পাওয়া

মরনের মুখে ফোটে জীবনের হাসি

যদি একবার বলো ভালোবাসি

একবার বলো ভালোবাসি

অনেক চাওয়ার মাঝে একটু চাওয়া

তোমাকে আমার করে কাছে পাওয়া

মরনের মুখে ফোটে জীবনের হাসি

যদি একবার বলো ভালোবাসি

একবার বলো ভালোবাসি

চোখ বলে খুলে গেলো দৃষ্টি দোয়ার

হাত ধরে নিয়ে চলো বন্ধু আবার

প্রাণ বলে প্রিয় তুমি প্রানের চেয়ে

সুখ বুঝি ধরা দিলো তোমাকে পেয়ে

রয়ে যাবো চিরদিনই পাশাপাশি

যদি একবার বলো ভালোবাসি

একবার বলো ভালোবাসি

প্রেম বলে হৃদয়েরই মাঝে রবো

আমি শুধু তোমারই ত হয়ে যাবো

মন বলে ছোটোছোটো আশা কতো

বাধবো দুজনে বাসা পাখির মতো

দূরে গেলে বারে বারে ফিরে আসি

যদি একবার বলো ভালোবাসি

একবার বলো ভালোবাসি

অনেক চাওয়ার মাঝে একটু চাওয়া

তোমাকেই আমার করে কাছে পাওয়া

মরনের মুখে ফুটে জীবনের হাসি

যদি একবার বলো ভালোবাসি

একবার বলো ভালোবাসি

ধন্যবাদ

Konok Capa/Andro Kishore অনেক চাওয়ার মাঝে একটু চাওয়া #shakib کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے