শিরোনাম: কার দেখাব মনের দুঃখ গো
গীতিকার ও সুরকার সংগীত
আহমেদ ইমতিয়াজ বুল বুল।
কন্ঠ শিল্পি: এন্ড্র কিশোর
কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুসেরী আগুন জ্বলে রইয়া রইয়া
কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুসেরী আগুন জ্বলে রইয়া রইয়া
কথা ছিলো সংগে নিবো..
সংগে আমার নাহি নিলো গো...
কথা ছিলো সংগে নিবো
সংগে আমায় নাহি নিলো গো
আমারে একেলা থুইয়া..
আমারে একেলা থুইয়া
রইলো কোথায় গিয়া...
জ্বলে রইয়া রইয়া
কার দেখাবো মনে দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুসেরী আগুন জ্বলে রইয়া রইয়া
ঘর বান্ধিবো সুখীর শনে..
কতো আশা ছিলো মনে গো..
ঘর বান্ধিবো সুখীর শনে
কতো আশা ছিলো মনে গো
ভাংগীলো আদরের ঝুড়া..
ভাংগীলো আদরের ঝুড়া
কি যে গেলো হইয়া..
জ্বলে রইয়া রইয়া
কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুসেরী আগুন জ্বলে রইয়া রইয়া
কার দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া
অন্তরে তুসেরী আগুন জ্বলে রইয়া রইয়া
ধন্যবাদ....