menu-iconlogo
huatong
huatong
koustav-kckajol-chatterjee-duiey-duiey-chaar-cover-image

Duiey Duiey Chaar

KOUSTAV KC/Kajol Chatterjeehuatong
oiwuoewafdehuatong
بول
ریکارڈنگز
ধরলি কেন হাত, অল্পে কুপোকাত

খুব স্পর্শকাতর এ মন।

দেখেছি যবে, সেই ভেবেছি কবে

হবে প্রেম ঠিক, গল্পের মতন।

ধরলি কেন হাত, অল্পে কুপোকাত

খুব স্পর্শকাতর এ মন।

দেখেছি যবে, সেই ভেবেছি কবে

হবে প্রেম ঠিক, গল্পের মতন।

তার ওপরে সাদা শাড়ি, খোলা চুলে দেখে

বৃষ্টি নামেনি তাও মেঘ জমেছে।

হাত ধরলি, নাকি মনের ভুল

ক্ষত যত বুকে যেন একটু কমেছে।

জানতে চাইব না কারণ, তবে করব না বারণ

চাইব শুধু ধরবি হাত ধরেছিলি যেমন করে আবার।

না ডাকব না পিছু, চাইব না আর কিছু

বেশ লাগছে একে একে দুই

দুই'য়ে দুই'য়ে চার, দুই'য়ে দুই'য়ে চার।

দুই'য়ে দুই'য়ে চার, দুই'য়ে দুই'য়ে চার।

হঠাৎ মানছে না আর ইচ্ছেগুলো

হতো যেমন শত বছর আগে।

মন, মনোযোগ, তোরই সাথে

অপেক্ষাতে, কষ্ট পেতে

আবার ভালো লাগে।

তার ওপরে ছোট্ট টিপ, গালে টোল দেখে

ফুল ধরেনি তাও বসন্ত এসেছে।

হাত ধরলি, নাকি মনের ভুল

ক্ষত যত বুকে যেন একটু কমেছে।

জানতে চাইব না কারণ, তবে করব না বারণ

চাইব শুধু ধরবি হাত ধরেছিলি যেমন করে আবার।

না ডাকব না পিছু, চাইব না আর কিছু

বেশ লাগছে একে একে দুই

দুই'য়ে দুই'য়ে চার, দুই'য়ে দুই'য়ে চার।

দুই'য়ে দুই'য়ে চার, দুই'য়ে দুই'য়ে চার।

দুই'য়ে দুই'য়ে চার, দুই'য়ে দুই'য়ে চার।

দুই'য়ে দুই'য়ে চার, দুই'য়ে দুই'য়ে চার।

KOUSTAV KC/Kajol Chatterjee کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے