একটা চাঁদ ছাড়া রাত 
আঁধার কালো 
মায়ের মমতা ছাড়া 
কে থাকে ভালো 
মা গো মা.... 
মা গো মা.. 
তুমি চোখের এতো 
কাছে থেকেও দূরে কেন বলোনা 
মা গো মা... 
মা গো মা.. 
মা গো মা.. 
একটু স্নেহ,একটু আদর 
একটু তোমার মায়া 
পাইনি মাগো,অনেক বছর 
তোমার আঁচল ছায়া 
একটু স্নেহ,একটু আদর 
একটু তোমার মায়া 
পাইনি মাগো,অনেক বছর 
তোমার আঁচল ছায়া 
মা গো মা.... 
মা গো মা.. 
তোমার কাছে আসার 
সকল বাঁধা এবার তোল না 
মা গো মা.. 
মা গো মা.. 
মা গো মা.. 
খাঁচার পাখি,খাঁচায় বসে 
দূরের আকাশ দেখে 
কেমন করে,ঘুমাও মা গো 
আমায় একা রেখে 
খাঁচার পাখি,খাঁচায় বসে 
দূরের আকাশ দেখে 
কেমন করে,ঘুমাও মা গো 
আমায় একা রেখে 
মা গো মা.... 
মা গো মা.. 
তোমার চরণ ধুলা,নেবার আশা 
পূর্ণ হলো না.. 
মা গো মা.. 
মা গো মা.. 
মা গো মা.. 
একটা চাঁদ ছাড়া রাত 
আঁধার কালো 
মায়ের মমতা ছাড়া 
কে থাকে ভালো 
মা গো মা.... 
মা গো মা.. 
তুমি চোখের এতো,কাছে থেকেও 
দূরে কেন বলোনা 
মা গো মা.. 
মা গো মা.. 
মা গো..মা..