menu-iconlogo
huatong
huatong
kumar-bishwajit--cover-image

তরে পুতুলের মত করে সাজিয়ে

Kumar Bishwajithuatong
renosit411huatong
بول
ریکارڈنگز
তোরে পুতুলের মত করে সাজিয়ে

হৃদয়ের কোঠরে রাখব

আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে

সারাটি জীবন ভরে দেখব

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

তোরে পুতুলের মত করে সাজিয়ে

হৃদয়ের কোঠরে রাখব

আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে

সারাটি জীবন ভরে দেখব

তোর রিণিঝিণি কাঁকণের ছন্দ

র্নিঘুম স্বপ্নে বাজেরে

আর নন্দিত বাধনের শিহরণ

দু’চোখরে জানালায় লাগেরে

তোরে রংধনুর সাত রঙে রাঙিয়ে

ফুলদানি সাজিয়ে রাখব

আর কপালেতে নীল টিপ পরিয়ে

প্রেমেরই আল্পনা আকব

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

তোর ভাবনার করিডোরে সারা দিন

হেঁটে হেঁটে যেন আমি মরেছি

আর স্বপ্নেতে জেগে জেগে পাহারায়

অধরেতে ঠাঁই করে নিয়েছি

তোরে বুকেরই কারাগারে চিরদিন

বন্দী করেই আমি রাখব

আর শূন্য জীবনে আমারি

অনিমেষে জড়িয়ে রাখব

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

যেন তোরেই মাঝে হারিয়ে গেছি

তোরে পুতুলের মত করে সাজিয়ে

হৃদয়ের কোঠরে রাখব

আর হৃদয়ের চোখ মেলে তাঁকিয়ে

সারাটি জীবন ভরে দেখব

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

আমি নেই নেই নেইরে

ধন্যবাদ সবাইকে

Kumar Bishwajit کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے