গানঃ হৃদয়ের মাঝে তুমি আছো
শিল্পীঃ কুমার শানু ও মিতালী
ছবিঃ সাগরিকা
ছেলেঃ হৃদয়ের মাঝে তুমি আছো তবু
এ বুকের মাঝে কেন পাই না
হৃদয়ের মাঝে তুমি আছো তবু
এ বুকের মাঝে কেন পাই না
ও আমার ভালোবাসা বুকে এসো
ও আমার ভালোবাসা বুকে এসো
তুমি ছাড়া আর কিছু চাই না....
হৃদয়ের....
ও হৃদয়ের মাঝে তুমি আছো তবু
এ বুকের মাঝে কেন পাই না
মেয়েঃ দু’চোখে তুমি, অন্তরে তুমি
তুমি যে আমার প্রাণে
ছেলেঃ জীবনে তুমি, মরণে তুমি
তুমি যে আমার গানে
মেয়েঃ আহা হা হা হা
গানে গানে তোমাকেই, খোঁজে ফিরি
ছেলেঃ গানে গানে তোমাকেই, খোঁজে ফিরি
মেয়েঃ আর কোন গান আমি গাইনা...
হৃদয়ের....
ছেলেঃ ও হৃদয়ের মাঝে তুমি আছো তবু
মেয়েঃ এ বুকের মাঝে কেন পাই না
ছেলেঃ তোমারি হতে, তোমাকে পেতে
চলেছি তোমারি দ্বীপে
মেয়েঃ লা লা লা লা লা লা...
তোমারি নামে, তোমারি প্রেমে
দিয়েছি জীবন লিখে
ছেলেঃ ওহো হো হো
চির শান্তির পথ তুমি আমার
মেয়েঃ চির শান্তির পথ তুমি আমার
ছেলেঃ আর কোন পথে আমি যাইনা ...
হৃদয়ের....
মেয়েঃ হৃদয়ের মাঝে তুমি আছো তবু
এ বুকের মাঝে কেন পাই না
ছেলেঃ হো..হৃদয়ের মাঝে তুমি আছো তবু
এ বুকের মাঝে কেন পাই না