menu-iconlogo
huatong
huatong
avatar

Tomra Asbeto

Kumar Sanuhuatong
ogwoodyhuatong
بول
ریکارڈنگز

তোমরা আসবে তো ?

তোমরা আসবে তো ?

যদি কোনদিন এ আসরে আবার আমি

গান গাইতে আসি

তোমরা আসবে তো ?

ভালবাসবে তো ?

তোমরা আসবে তো ?

যদি নতুন করে এ সুরের তরী

আমি বাইতে আসি

তোমরা আসবে তো ?

ভালবাসবে তো ?

তোমরা আসবে তো..?

শুনিয়ে গান আরো,

ভরিয়ে প্রাণ আরো,

চাই যে ভেসে যেতে

চাই আরো কিছু দিতে..

ও হো হো শুনিয়ে গান আরো,

ভরিয়ে প্রাণ আরো,

চাই যে ভেসে যেতে

চাই আরো কিছু দিতে..

ভালোবাসবে তো..?

যদি উজাড় করা ভালোবাসার আশায়

প্রেম চাইতে আসি

প্রেমে ভাসবে তো ?

ভালবাসবে তো ?

তোমরা আসবে তো ?

আমার এ গান শুধু,

স্মৃতিতে লেখা রবে,

যেদিন রইবো না আমি

আমায় পড়বে কি মনে..?

ও হো হো আমার এ গান শুধু,

স্মৃতিতে লেখা রবে,

যেদিন রইবো না আমি

আমায় পড়বে কি মনে?

মনে পড়বে তো..?

যদি গানের মাঝে এ মন তোমাদের

জয় করতে পারি

মনে রাখবে তো ?

ভালবাসবে তো ?

তোমরা আসবে তো..?

যদি কোনদিন এ আসরে আবার আমি

গান গাইতে আসি

তোমরা আসবে তো ?

ভালবাসবে তো ?

তোমরা আসবে তো..?

ভালবাসবে তো ?

মনে রাখবে তো..?

Kumar Sanu کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے