menu-iconlogo
huatong
huatong
avatar

Oppar Hoye- Sumi (Villain)

Lalon Bandhuatong
𝐕𝐢𝐋𝐋𝐚𝐢𝐍huatong
بول
ریکارڈنگز
? Playlist

00-30আমি অপার হয়ে বসে আছি

ও হে দয়াময়,,,,,,

পারে,,, লয়ে যাও আমায়,,,

পারে লয়ে যাও আমায়

? Playlist

০১-৩৪,আমি একা রইলাম ঘাটে....

ভানু সে বসিল পাটে-....

আমি একা রইলাম ঘাটে....

ভানু সে বসিল পাটে-....

(আমি) তোমা.... বিনে ঘোর.. সংকটে

দয়াল, তোমা.... বিনে ঘোর.. সংকটে

না দেখি উপায়...

লয়ে যাও আমায়

পারে লয়ে যাও আমায়

? Playlist

০৩-০১,নাই আমার ভজন-সাধন....

চিরদিন কুপথে গমন-

নাই আমার ভজন-সাধন....

চিরদিন কুপথে গমন-

আমি নাম শুনেছি,,, পতিত-পাবন

দয়াল নাম শুনেছি, পতিত-পাবন

তাইতে দিই দোহাই......

পারে লয়ে যাও আমায়

পারে লয়ে যাও আমায়

? Playlist

০৪-২৮,অগতির না দিলে গতি...

ঐ নামে রবে অখ্যাতি-

অগতির না দিলে গতি...

ঐ নামে রবে অখ্যাতি-

ফকিৱ,লালন,, কয়, অকুলের,, পতি

ফকিৱ,লালন,, কয়, অকুলের,, পতি

কে বলবে তোমায়,,,,.

লয়ে যাও আমায়...

পারে লয়ে যাও আমায়.....

আমি অপার হয়ে বসে আছি

ও হে দয়াময়,,,,,,

লয়ে যাও আমায়...

পারে লয়ে যাও আমায়.

আমি অপার হয়ে বসে আছি

ও হে দয়াময়,,,

লয়ে যাও আমায়...

পারে লয়ে যাও আমায়.

পারে লয়ে যাও আমায়.

আমি অপার....

আমি অপার...

আমি অপার...

আমি অপার...

Lalon Band کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے