menu-iconlogo
huatong
huatong
avatar

Ekhon Onek Raat

LRBhuatong
baitobaitohuatong
بول
ریکارڈنگز
১৯৯০ সালের ৫ই এপ্রিল এই কিংবদন্তি

ব্যান্ডটি যাত্রা শুরু করে। ব্যান্ডটির

প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। টুটুল, জয়

এবং স্বপন ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন

সময়ে সহ সদস্য হিসেবে যোগ দিয়েছিলেন।

পুরো নাম লাভ রান্‌স ব্লাইন্ড। শুরুতে

ব্যান্ডটির নাম রাখা হয়েছিল লিটল রিভার

ব্যান্ড। আরো পরে এই নামটিও পরিবর্তন

হয়ে এখন হয়েছে লাভ রানস ব্লাইন্ড

এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে.........

দরজার ওপাশে.........

এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে.........

দরজার ওপাশে.........

১৯৯০ এর দশকের শুরুর দিকে এর যাত্রা

শুরু, একটি ডবলস্ এলবাম দিয়ে।

এলআরবি র প্রথম এই ডবলস্ টি বের হয়েছিল

মাধবী এবং হকার নামে। এটি বাংলাদেশ এর

ইতিহাসের প্রথম ডবলস্ এলবাম। চলো বদলে

যাই এলআরবি র সবচেয়ে জনপ্রিয় গান

আবেগী এমন রাতে

ভুল করে এই পথে

এসে যদি ফিরে যাও

আমায় না পেয়ে

আবেগী এমন রাতে

ভুল করে এই পথে

এসে যদি ফিরে যাও

আমায় না পেয়ে

তাই আমি বসে আছি

তাই আমি বসে আছি

দরজার ওপাশে............

দরজার ওপাশে............

২০০৯ সালে তারা নকিয়া মিউজিক

ফেস্টিভ্যালে গান করে। ২০১১

সালের ২রা জানুয়ারি এলআরবি নগরবাউল

ও মাইলস ব্যান্ডের সাথে নকিয়া

কনসার্টে গান করে। এলআরবি

বাংলাদেশ ছাড়াও ভারত, ইংল্যান্ড,

অস্ট্রেলিয়া ও আমেরিকা সফর করেছে

চলে যাওয়া সেই পথে

ঝিরিঝিরি বাতাসে

আমার এই মন কাঁদে

তোমায় না পেয়ে

চলে যাওয়া সেই পথে

ঝিরিঝিরি বাতাসে

আমার এই মন কাঁদে

তোমায় না পেয়ে

তাই আমি বসে আছি

তাই আমি বসে আছি

দরজার ওপাশে.........

দরজার ওপাশে.........

এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে.........

দরজার ওপাশে.........

এখন অনেক রাত

খোলা আকাশের নীচে

জীবনের অনেক আয়োজন

আমায় ডেকেছে

তাই আমি বসে আছি

দরজার ওপাশে.........

দরজার ওপাশে.........

LRB کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے