menu-iconlogo
huatong
huatong
avatar

Bangla Romantic Movie Mashup ~ Altafkhan

mahdi sultan/Merryhuatong
Altafkhan_REDhuatong
بول
ریکارڈنگز
Bangla Romantic Movie Mashup

Mahdi Sultan & Merry 2021

⌨︎⌨Upload By⌨︎⌨︎

⌨︎⌨︎AltafKhan⌨︎⌨︎

M] কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে

রেখে দে নয়তো দে উড়িয়ে

কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে

রেখে দে নয়তো দে উড়িয়ে

হো.. আমাদের প্রেমের পরোয়ানা জারি

হয়ে গেছে অনেক আগে...

ও প্রিয়া রে পিয়া আয় না একটু কাছে

ও প্রিয়া রে পিয়া একটা গল্প বলার আছে

ও প্রিয়া রে পিয়া আয় না একটু কাছে

ও প্রিয়া রে পিয়া একটা গল্প বলার আছে

F=তোকে নিয়ে বেঁচে আছি আমি

দুনিয়াটা বলে যায় পাগলামি

চিনতে পারলি না তুই'চিনতে পারলি না

তোকে নিয়ে বেঁচে আছি আমি

দুনিয়াটা বলে যায় পাগলামি

চিনতে পারলি না তুই'চিনতে পারলি না

তোর দোলার ইচ্ছে হলে

আমি দোলনা হয়ে যাই

তোর খেলার ইচ্ছে হলে

আমি খেলনা হয়ে যাই

তুই চিনতে পারলি না তুই

চিনতে পারলি না

তুই চিনতে পারলি না তুই

চিনতে পারলি না

M] বোঝাবো কি করে তোকে কতো আমি চাই?

তোর কথা মনে এলে নিজেকে হারাই

বোঝাবো কি করে তোকে কতো আমি চাই?

তোর কথা মনে এলে নিজেকে হারাই

তোকেই মাথায় করে বেঁচে আছি আজ আমি

তোকেই মাথায় করে বেঁচে আছি আজ

আজ চুরি চুরি মন

উড়ি উড়ি মন

ঘুড়ি ঘুড়ি মন

আজ চুরি চুরি মন

উড়ি উড়ি মন

ঘুড়ি ঘুড়ি মন

F=একটা প্রেমের গান লিখেছি

আর তাতে তোর নাম লিখেছি

মাঝ রাতে বদনাম হয়েছে মন

যেই না চোখের ইচ্ছে হলো

তোর পাড়াতেই থাকতে গেল

ডাক নামে তোর ডাকতে গেল মন

কি করি এমন অসুখে

জমেছে মরণ এ বুকে

কি করি এমন অসুখে

জমেছে মরণ এ বুকে

M] কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়।।

কিছু কিছু মুখের হাসি

দিয়ে যায় চাওয়ার বেশী

কিছু কিছু মুখের হাসি

দিয়ে যায় চাওয়ার বেশী।।

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়

ভরে যায় খুশিতে তখন এ হৃদয়।।

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়

কিছু কিছু কথা আর কিছু পরিচয়

মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়।।

F= কতবার বোঝাবো বল

কতবার জানাবো বল

নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল

কতবার বোঝাবো বল

কতবার জানাবো বল

নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল

যতনে রেখেছি তোকে মনের গভীরে

তোর সাড়া না পেলে হয় মন বড়ই চঞ্চল

কতবার বোঝাবো বল

কতবার জানাবো বল

নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল

কতবার বোঝাবো বল

কতবার জানাবো বল

নিঃস্ব এ জীবনে শুধু তুই আমার সম্বল

⌨︎⌨︎THANKS⌨︎⌨︎

mahdi sultan/Merry کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے