menu-iconlogo
huatong
huatong
avatar

Monta Obaddho মনটা অবাধ্য

Mahtim Sakibhuatong
mt10dewhuatong
بول
ریکارڈنگز
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

আমার এ মন তোমার পাড়ায়

বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাড়ায়

তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য

দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য

মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ

কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল

বাস্তবতায় খাবি খায়

শুধু হারায়না তার মনোবল

বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল

বাস্তবতায় খাবি খায়

শুধু হারায়না তার মনোবল

তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য

দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য

মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ

কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

কেনো যে তোমার সাথে মনের এত টান

কথা হয়নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান

কেনো যে তোমার সাথে মনের এত টান

কথা হয়নাই দেখেছি শুধু তবু কিসের অভিমান

তোমাকে ছোঁয়ার নেই তো আমার সাধ্য

দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য

মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ

কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ

ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে

পারিনা তাকে কোন ভাবে ফেরাতে

Mahtim Sakib کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے