menu-iconlogo
huatong
huatong
mahtim-shakib--cover-image

পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়

Mahtim Shakibhuatong
pimp6972huatong
بول
ریکارڈنگز
পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়

রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়।

পূর্ণিমাসন্ধ্যায় তোমার রজনীগন্ধায়

রূপসাগরের পাড়ের পানে উদাসী মন ধায়।

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে

রঙিন স্বপ্ন মাখা

তোমার প্রজাপতির পাখা

আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে

রঙিন স্বপ্ন মাখা

তোমার চাঁদের আলোয়

মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান

ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান

আমার আপনহারা প্রাণ আমার বাঁধনছেঁড়া প্রাণ

ও ফাগুন হুমমম.......

music

হুমম যদি কেউ কথা না কয়,

ওরে ওরে ও অভাগা,

কেউ কথা না কয়

যদি সবাই থাকে মুখ ফিরায়ে

সবাই করে ভয়

যদি সবাই থাকে মুখ ফিরায়ে

সবাই করে ভয়

তবে পরান খুলে

ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে।

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে।

তবে একলা চলো, একলা চলো,

একলা চলো, একলা চলো রে

যদি তোর ডাক শুনে কেউ না আসে

তবে একলা চলো রে।

music

বুঝি গো রাত পোহালো,

বুঝি ওই রবির আলো

আভাসে দেখা দিল গগন পাড়ে

বুঝি গো রাত পোহালো,

বুঝি ওই রবির আলো

আভাসে দেখা দিল গগন পাড়ে

সমুখে ওই হেরি পথ,

সমুখে ওই হেরি পথ,,

সমুখে ওই হেরি পথ,

তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে

ভেঙে মোর...

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

ও বন্ধু আমার!

ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে

Mahtim Shakib کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے