menu-iconlogo
huatong
huatong
avatar

Ogo Tomar Akash Duti Chokhe

Mahtim Shakibhuatong
mysailrsbabygrlhuatong
بول
ریکارڈنگز
ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তারা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তারা

এই জীবনছিল,

নদীর মতো গতিহারা

এই জীবনছিল,

নদীর মতো গতিহারা, দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তারা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তারা।

আগে ছিল শুধু পরিচয়,

পরে হলো মন বিনিময়

আগে ছিল শুধু পরিচয়,

পরে হলো মন বিনিময়

শুভ লগ্নে, হয়ে গেল শুভ পরিণয়,

শুভ লগ্নে, হয়ে গেল শুভ পরিণয়।

আজ যখনই ডাকি,

জানি তুমি দেবে সাড়া

এই জীবন ছিলো,

নদীর মতো গতিহারা, দিশাহারা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তারা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তারা।

আ ,

গানে নতুন করে এলো সুর,

এ যেন আগের চেয়ে সুমধুর

গানে নতুন করে এলো সুর,

এ যেন আগের চেয়ে সুমধুর

নিয়ে এলে, আমায় তুমি আজ বহুদূর,

নিয়ে এলে, আমায় তুমি আজ বহুদূর।

বয়ে চলেছে যে তাই,

ভালবাসার একধারা।

এই জীবন ছিলো,

নদীর মতো গতিহারা, দিশাহারা।

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তারা

ওগো তোমার আকাশ দুটি চোখে,

আমি হয়ে গেছি তারা

হুম.. আমি হয়ে গেছি তারা

আ,আ,আ আমি হয়ে গেছি তারা

হুম হুম ,হুম হুম হুম,,হুম

হুম হুম ,হুম হুম হুম,,হুম

Mahtim Shakib کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے