menu-iconlogo
huatong
huatong
avatar

Dole Dodul

Malay Ghoshhuatong
etta031706huatong
بول
ریکارڈنگز
দোলে কৃষ্ণ দোলে ঝুলনা ।

দোলে রাই দোলে ঝুলনা ।

দোলে দোদুল নাই তুলনা তুলনা

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা

দোলে কৃষ্ণ দোলে ঝুলনা ।

দোলে রাই দোলে ঝুলনা ।

দোলে দোদুল নাই তুলনা তুলনা

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

রাঁধার আধরে জাগে হাসি ।

রাঁধার আধরে জাগে হাসি ।

কহিছে ডেকে শ্যামের বাঁশি ।

কহিছে ডেকে শ্যামের বাঁশি ।

এ লগন রাই ভুল না ।।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

ধা নি পা নি সা রে

নি সা গারে মা গা পা

পা নি সা রে গা রে সা

নি ধা পা মা গা রে সা

দোলে শিখি পাখা দোলে সুখ সারি

দোলে শিখি পাখা দোলে সুখ সারি

ময়ূরী দোলে প্রেম অভিসারি ।

ময়ূরী দোলে প্রেম অভিসারি ।

এ রাতের নাই তুলনা

এ লগন রাই ভুলনা ।।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা

মাধব কহিছে ওগো রাঁধা—

মাধব কহিছে ওগো রাঁধা

তুমি আমি একই সুরে বাঁধা

ওগো তুমি আমি একই সুরে বাঁধা ।

এ বাঁধন কভু খুলনা ।।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে কৃষ্ণ দোলে ঝুলনা ।

দোলে রাই দোলে ঝুলনা ।

দোলে দোদুল নাই তুলনা তুলনা ।।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

দোলে দোদুল দোলে ঝুলনা ।

Malay Ghosh کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے