menu-iconlogo
logo

pakhi tar buka jano

logo
بول

farhan farhan

না না না …

পাখীটার বুকে যেন তীর মেরো না

ওকে গাইতে দাও

ওর কন্ঠ থেকে গান কেরো না

না না না …

পাখীটার বুকে যেন তীর মেরো না

ওকে গাইতে দাও

ওর কন্ঠ থেকে গান কেরো না

না না না …

fafarhan farhan

দেখো ভেবে পাখীটা মরে গেলে

ফাগুন বিদায় নেবে।

দেখো ভেবে পাখীটা মরে গেলে

ফাগুন বিদায় নেবে।

ওর গানই যে ফুল

ফোঁটার প্রেরণা।

পাখীটার বুকে যেন তীর মেরো না

ওকে গাইতে দাও

ওর কন্ঠ থেকে গান কেরো না

না না না …

fafafarhan farhan

চাও নাকি পাখিটার

সারা দিন গান গেয়ে

ঘরে ফিরে তার

ভেঙ্গ না ওর সোনার সংসার

কত সুখী ওর ঐ গান শুনে

ফোঁটে যে সূর্যমুখী

যদি আনন্দ পেতে চাও

ওকে তুমি ছেড়ো না।

পাখীটার বুকে যেন তীর মেরো না

ওকে গাইতে দাও

ওর কন্ঠ থেকে গান কেরো না

না না না …

farfafafarhan farhan

thanks

Report copyright infringement

pakhi tar buka jano بذریعہ md rofi - بول اور کور