..........................
MeGh95_
দক্ষিনা বাতাস বইছে সবার ঘরে
অলস আলো জেগেছে আধারে
মেঘের আরালে ঢেকেছে জোছনা
অপ্রিয় দু-চোখ ঘরেছে মোহনা
স্বপ্নে ধরেছি যারে হলোনা তারে পাওয়া
এত ভালবেসেছি যারে
মোনাজাতে তারে চাওয়া
কি করে ভূলে যাব
যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর
ভালোই প্রতিদান দিলি ভালবাসার
যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর
যত আরালেই রাখিস বল তুই আমার
..........................
MeGh95_
কতদিন দেখিনা তরে
তোর দুটি হাত ধরে
তোর অভাব মেটাবো কি করে
কে জালবে আলো আমার ঘরে
মিথ্যে মায়ার সুতোয় গেঁথেছি কত আশা
জিতে গেলি তুই হেরে গেলো ভালবাসা
কি করে ভূলে গেলি
যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর
ভালোই প্রতিদান দিলি ভালবাসার
যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর
যত আরালেই রাখিস বল তুই আমার
..........................
MeGh95_
হবেনা কখনো চোখ রেখে চোখে
তোর সাথে কথা
মুখে দে পোশা নাম রিদয় থেকে
বোঝেনি যে বুকের ব্যাথা
জানি তোর আর হবেনা ফেরা
এ বুকের পোরা বাড়ি
যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর
ভালোই প্রতিদান দিলি ভালবাসার
যারে যা উরে যা পাখি ফেরাবোনা আর
যত আরালেই রাখিস বল তুই আমার
..Thank you..