menu-iconlogo
huatong
huatong
mekhla-dasgupta-startracker---aajo-theke-jai---mekhla-dasgupta-cover-image

StarTracker - Aajo Theke Jai (আজও থেকে যাই) - Mekhla Dasgupta

Mekhla Dasguptahuatong
Star★Trackerhuatong
بول
ریکارڈنگز
-------------

Track By

StarTracker

-------------

দূরে দূরে থেকো না

দূরে গেলে কি ভোলা যায়?

কাছাকাছি এসো না

কাছে এলে কি ক্ষতি হয়?

এ ক্লান্ত মন আজ বিরতি চায়

কেন ভুল বানান লিখলো হৃদয়,

তবু মিললে মন, অল্প চাওয়ায়

চেনা সুরেতে সে মন ভেজায়।

তোমার আমার দেখা হবে ঠিক

কোনোদিন কোনো রাস্তায়,

তুমি আছো বলেই আমি

আজও থেকে যাই

হো.. তুমি আছো বলেই আমি

আজও থেকে যাই।

StarTracker

যদি কখনো এমন করে

আমাকে মনে পড়ে যায়।

StarTracker

যদি কখনো এমন করে

আমাকে মনে পড়ে যায়,

সত্যি মিথ্যে সে রূপকথায়

প্রেমেরা পূর্ণতা পায়।

ভেসে আসছে যে স্মৃতি হাওয়ায়

তারা খুব প্রিয় যে আমার,

তুমি থাকলে রোজ পাশে আমার

হার মানবে কষ্ট আবার।

কিছু স্বপ্নেরা স্বপ্ন দেখে

ছুঁয়ে যায় সে কল্পনায় ..

StarTracker

এ ক্লান্ত মন আজ বিরতি চায়

কেন ভুল বানান লিখলো হৃদয়,

তবু মিললে মন, অল্প চাওয়ায়

চেনা সুরেতে সে মন ভেজায়।

তোমার আমার দেখা হবে ঠিক

কোনোদিন কোনো রাস্তায়,

তুমি আছো বলেই আমি

আজও থেকে যাই

হো.. তুমি আছো বলেই আমি

আজও থেকে যাই।

-------------

Track By

StarTracker

-------------

Mekhla Dasgupta کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے