menu-iconlogo
huatong
huatong
avatar

জীবনের নৌকা চলে। jiboner nouka cole

melody music worldhuatong
༆⑅⃝🦅𓅂𝐊𝐎𝐊𝐈𝐋𓅂༆⑅⃝🦅huatong
بول
ریکارڈنگز
জীবনের নৌকা চলে

হেলে দুলে পাল তুলে,

মনেরও মাঝি নিয়ে..

চুপি চুপি ভেসে যাবো মন পাবনে

ও..ও.. গানে গানে।।

আকাশের চঁন্দ্র হয়ে

সূর্য হয়ে পৃথিবীতে,

জীবনের ফুল কলিতে..

ফোটাবো মধুর হাঁসি গুন গুনিয়ে

ও..ও.. গানে গানে

আমাকে ঘুম পাড়াবে

ঘুম পাড়ানির গান গেয়ে,

ভোর হলে পরে

ঘুম ভাঙ্গাবো পাখি হয়ে

ভোরের পাখির মতো

রইবো কল কাকলিতে

ডানা মেলে উড়ে যাবো

দূর আকাশের নীলিমাতে,

জীবনের নৌকা চলে

হেলে দুলে পাল তুলে,

মনেরও মাঝি নিয়ে..

চুপি চুপি ভেসে যাবো মন পাবনে

ও..ও.. গানে গানে।।

আকাশের চঁন্দ্র হয়ে

সূর্য হয়ে পৃথিবীতে,

জীবনের ফুল কলিতে..

ফোটাবো মধুর হাঁসি গুন গুনিয়ে

ও..ও.. গানে গানে

প্রতিদিন একটি ফুলের

মালা গেঁথে দেবো তোমায়,

প্রতিদিন একটি সুখের

পায়রা আমি দেবো তোমায়,

তোমার ঐ মিষ্টি কথা

শুনতে বড় ভালো লাগে

তোমার ঐ মধুর হাঁসি

দেখতে বড় মিষ্টি লাগে

জীবনের নৌকা চলে

হেলে দুলে পাল তুলে,

মনেরও মাঝি নিয়ে..

চুপি চুপি ভেসে যাবো মন পাবনে

ও..ও.. গানে গানে।।

আকাশের চঁন্দ্র হয়ে

সূর্য হয়ে পৃথিবীতে,

জীবনের ফুল কলিতে..

ফোটাবো মধুর হাঁসি গুন গুনিয়ে

ও..ও.. গানে গানে

জীবনের নৌকা চলে

হেলে দুলে পাল তুলে,

মনেরও মাঝি নিয়ে..

চুপি চুপি ভেসে যাবো মন পাবনে

ও..ও.. গানে গানে।

melody music world کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے