menu-iconlogo
huatong
huatong
miraz-monta-amar-bhishon-kharap-cover-image

Monta Amar Bhishon Kharap

mirazhuatong
☄Talha_abir_🇧🇩huatong
بول
ریکارڈنگز
মনটা আমার ভীষণ খারাপ

চার দেয়ালে বন্দি,

ইচ্ছে নেই আর করতে নতুন

ভালো থাকার সন্ধি।

মনটা আমার ভীষণ খারাপ

চার দেয়ালে বন্দি,

ইচ্ছে নেই আর করতে নতুন

ভালো থাকার সন্ধি।

আমার আমি যেমন আছি

তেমন আছি ভালো,

তোমাদের রঙ অনেক রঙিন

আমার প্রিয় কালো।

আমার আমি যেমন আছি

তেমন আছি ভালো,

তোমাদের রঙ অনেক রঙিন

আমার প্রিয় কালো।

স্বপ্ন এসে এই দু'চোখে

তারায় করে খেলা

সব হারিয়ে খুঁজে পেলাম

হারানোদের ভেলা।

স্বপ্ন এসে এই দু'চোখে

তারায় করে খেলা

সব হারিয়ে খুঁজে পেলাম

হারানোদের ভেলা।

একলা থাকার একলা আমি

একলা ভালো থাকি,

মন খারাপের সময় গুলো

নিজের কাছেই রাখি।

একলা থাকার একলা আমি

একলা ভালো থাকি,

মন খারাপের সময় গুলো

নিজের কাছেই রাখি।

মনটা আমার ভীষণ খারাপ

চার দেয়ালে বন্দি,

ইচ্ছে নেই আর করতে নতুন

ভালো থাকার সন্ধি।

মনটা আমার ভীষণ খারাপ

চার দেয়ালে বন্দি,

ইচ্ছে নেই আর করতে নতুন

ভালো থাকার সন্ধি।

আমার আমি যেমন আছি

তেমন আছি ভালো,

তোমাদের রঙ অনেক রঙিন

আমার প্রিয় কালো।

আমার আমি যেমন আছি

তেমন আছি ভালো,

তোমাদের রঙ অনেক রঙিন

আমার প্রিয় কালো।

miraz کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے