menu-iconlogo
logo

ভালোবাসা ভালোলাগা এক নয়

logo
avatar
Mohonlogo
★𝑴𝑶𝑯𝑶𝑵ܔ🌎𝑾.𝑶𝒇.𝑴🎸logo
ایپ میں گائیں
بول
1) চোখেতে অনেক ছবি,ভালো লাগে

আপন করে পেতে স্বাদ যে জাগে তবু

ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা ভালোলাগা এক নয়

2) রংধনু রং শুধু,প্রাণেতে ঝরে

উদাসী মনকে, বিভোর করে তবু

ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা ভালোলাগা এক নয়

=============

আসুন আমরা সবাই মিলে

sm এর পরিবেশ সুন্দর রাখি

**আপলোড: মোহন

MOHON:ID>13307268503

==============

1) হয়ত আমার কথা সুন্দর

হয়ত আমার গান মিষ্টি

হয়ত আমার প্রেম নির্ঝর

যাদু ভরা দু'চোখের দৃষ্টি

2) হৃদয়ের ভাষা,বোঝা বড় দায়

ভুল করে অনেকেই প্রেমে পড়ে যায় তবু

ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা ভালোলাগা এক নয়

===============

ফলোদিয়ে পাশেই থাকবেন

**আপলোড বাই মোহন

ID>13307268503

===============

1) তবু এ মন...

একটি স্বপ্নকে ভালোবেসে

এগিয়ে চলে সে তো ভাবাবেসে

2) ফুলতো ফুটবেই বাগানে..

ছুটে ছুটে আসবেই অলি...

যখনই জ্বলবে দ্বীপ আধাঁরে...

যাবেতো পতঙ্গ জ্বলি

1) যদিও এ কথা মিথ্যে নয়

ভালোলাগা শেষে ভালোবাসা হয় তবু

ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা ভালোলাগা এক নয়

2) চোখেতে অনেক ছবি,ভালো লাগে

আপন করে পেতে স্বাদ যে জাগে তবু

ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা ভালোলাগা এক নয়

ভালোবাসা ভালোলাগা এক নয়

(ধন্যবাদান্তে: মোহন)

ভালোবাসা ভালোলাগা এক নয় بذریعہ Mohon - بول اور کور