menu-iconlogo
huatong
huatong
avatar

ও কন্যা গো ঢাইকোনা

Momtaz Begumhuatong
nielalemonshuatong
بول
ریکارڈنگز
ও কন্যা গো..ঢাইকোনা ঢাইকোনা যৌবন,

রঙ্গিন কাপড় দিয়া

এই বয়সে, মরবে শেষে গরমে পুড়িয়া আমায়

কইরাছো পাগল

ও সুজন গো মাইয়া মাণুষ দেইখা যারা

পিছে পিছে ঘুরে

চলতে গিয়া আচার খাইয়া

তারা আগে মরে তোমার, মাথায় গন্ডগোল

ও কন্যা গো..চান্দের আলো ফুইটা আছে

তোমার সারা গায়ে

ধরা দিলে, বিয়ার আলতা

দিতাম তোমার পায়ে আমায় কইরাছো পাগল

ও সুজন গো আকাশেতে চাঁদ উঠিলে

সবার চোখে পরে

ধরতে গেলে যায়না ধরা ,থাকে বহু দূরে

তোমার মাথায় গন্ড গোল

ও কন্যা গো..রূপে তোমার হার মানিবে

পরিস্থানের পরি

পরান ভইরা, দেখি তোমায়

আস্তে চালাও গাড়ি আমায় কইরাছো পাগল

মর্ডান সিঙ্গার গ্রুপের পক্ষ থেকে

ও সুজন গো আজেবাজে কথা কইলে

তুমি হইবা দোষি

পঞ্চায়েতে বিচার দিয়া

তোমায় দেবো ফাঁসি তোমার মাথায় গন্ড গোল

ও কন্যা গো..ফাঁসি দিলে দিতে পারো

মানাত করিনি

ফাঁসির দড়ি, যদি হয় গো

তোমার চুলের বেণি আমায় কইরাছো পাগল

আপনাদের নিয়েই আমার ভালো লাগা

অবশ্যই লাইক দিতে ভুলবেন না

ধন্যবাদ

Momtaz Begum کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے