menu-iconlogo
huatong
huatong
avatar

Sobar Jibone Prem Ashe

Moni Kishor huatong
odin1eyehuatong
بول
ریکارڈنگز
ছেলে: সবার জীবনে প্রেম আসে

সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

মেয়ে: সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

মেয়ে: এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

ছেলে: এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

মেয়ে: এই মনে যত কথা বলার ছিল

চোখের ভাষাতে বলা হলো

ছেলে: এই পথে যেতে যেতে দেখা হলো

এ দুটি হৃদয় আরো কাছে এলো

মেয়ে: প্রেমের স্মৃতি যেন সুখের কাটা

যায়না খোলা কভু তারে

ছেলে: সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

ছেলে: প্রেম হলে বাড়ে আরও প্রেমের নেশা

প্রেমিক বুঝে শুধু প্রেমের ভাষা

মেয়ে: প্রেম আছে বলে আছে অনেক আশা

বুকের গভিরে বাঁধে বাসা

ছেলে: প্রেম হলে বাড়ে আরও প্রেমের নেশা

প্রেমিক বুঝে শুধু প্রেমের ভাষা

মেয়ে: প্রেম আছে বলে আছে অনেক আশা

বুকের গভিরে বাঁধে বাসা

ছেলে: প্রেমের ছবি যদি প্রাণে আঁকে

যায়না মোছা কভু তারে

মেয়ে: সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

ছেলে মেয়ে: সবার জীবনে প্রেম আসে

তাইতো সবাই ভালোবাসে

প্রথম যারে লাগে ভালো

যায়না ভোলা কভু তারে

সবার জীবনে প্রেম আসে

সমাপ্ত

Moni Kishor کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے