গান-তুমি তো আমায় ভালোবাসোনি
আধুনিক বাংলা
কথা,সুর ও মুলশিল্পী-মনি কিশোর
চয়েজ-Shakila_E_R_S
ট্র্যাক আয়োজন
M_S_Jahan_Pol_E_R_S
তুমি তো আমায় ভালোবাসোনি
শুধু চেয়েছো চোখের জল ঝরাতে
তুমি তো আমায় ভালোবাসোনি
শুধু চেয়েছো চোখের জল ঝরাতে
আমার হৃদয় ভেঙে দিয়ে
চেয়েছ আমায় দূরে সরাতে
তুমি তো আমায় ভালোবাসোনি
শুধু চেয়েছো চোখের জল ঝরাতে
চয়েজ-Shakila_E_R_S
ট্র্যাক আয়োজন
M_S_Jahan_Pol_E_R_S
নেইতো আগের মত তুমি
ইশারাতে কাছে আর ডাকো না
আমার দুটি হাত টেনে নিয়ে
তোমার বুকের কাছে রাখোনা
.............
নেইতো আগের মত তুমি
ইশারাতে কাছে আর ডাকো না
আমার দুটি হাত টেনে নিয়ে
তোমার বুকের মাঝে রাখোনা
ঝরে গেছে গাঁথা মালা
পারিনি তোমায় তাই পরাতে
তুমি তো আমায় ভালোবাসোনি
শুধু চেয়েছো চোখের জল ঝরাতে
আমার হৃদয় ভেঙে দিয়ে
চেয়েছো আমায় দূরে সরাতে
তুমি তো আমায় ভালোবাসোনি
শুধু চেয়েছো চোখের জল ঝরাতে
চয়েজ-Shakila_E_R_S
ট্র্যাক আয়োজন
M_S_Jahan_Pol_E_R_S
আজো আমি একা একা বসে
রঙে রঙে কত ছবি আঁকি
তোমার আশায় আজো একা একা
ফুলের বাসর আমি সাজিয়ে রাখি
.............
আজো আমি একা একা বসে
রঙে রঙে কত ছবি আঁকি
তোমার আশায় আজো একা একা
ফুলের বাসর আমি সাজিয়ে রাখি
জানিনা পারবো
কবে সে বাসর আমি সাজাতে
তুমি তো আমায় ভালোবাসোনি
শুধু চেয়েছো চোখের জল ঝরাতে
আমার হৃদয় ভেঙে দিয়ে
চেয়েছো আমায় দূরে সরাতে
তুমি তো আমায় ভালোবাসোনি
শুধু চেয়েছো চোখের জল ঝরাতে
ধন্যবাদ