[HD] নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি
মনির খান ও সাবিনা ইয়াসমিন
[M] নিঃশ্বাসে তুমি,বিশ্বাসে তুমি
জীবনে তুমি,মরনেও তুমি..
তুমি...তুমি...তুমি
শুধু যে তুমি..
[F] শয়নে তুমি,স্বপনেও তুমি
অন্তরে তুমি,বাহিরেও তুমি
তুমি...তুমি... তুমি
শুধু যে তুমি
[M] নিঃশ্বাসে তুমি,বিশ্বাসে তুমি..
[F] ও...ও...ও.ওও
ও...ও...ও..ওও
কপালে লাল টিপ সে তো তুমি
পরনে পেচানো শাড়ি সে তো তুমি
[M] আকাশে চাঁদ হাসে সে তো তুমি
ঝিঁকিমিকি তারা জলে সে তো তুমি
তুমি...তুমি ...তুমি
শুধু যে তুমি..
[F] শয়নে তুমি, স্বপনেও তুমি..
[M] ও...ও...ও..ওও
ও...ও...ও..ওও
আঁধারে জোনাকি-টা সে তো তুমি
সাত রঙের রংধনু সে তো তুমি
[F] যার কোন শেষ নেই সে তো তুমি
ফুরালেও ফুরাবেনা সে তো তুমি
তুমি...তুমি ...তুমি
শুধু যে তুমি
[M] নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি
জীবনে তুমি, মরনেও তুমি
তুমি...তুমি...তুমি
শুধু যে তুমি
[F] শয়নে তুমি, স্বপনেও তুমি
অন্তরে তুমি, বাহিরেও তুমি
তুমি...তুমি...তুমি
শুধু যে তুমি
[M] নিঃশ্বাসে তুমি,
[F] বিশ্বাসে তুমি..