menu-iconlogo
huatong
huatong
monir-khan--cover-image

অল্প অল্প করে জীবনের গল্প

Monir Khanhuatong
onlyimagine7huatong
بول
ریکارڈنگز
অল্প অল্প করে জীবনের গল্প

থরে থরে সাজানো তো থাকবে

অল্প অল্প করে জীবনের গল্প

থরে থরে সাজানো তো থাকবে

কখনো সূর্য দিন

কখনো চন্দ্ররাত

কখনো গ্রহন তো লাগবেই

অল্প অল্প করে জীবনের গল্প

থরে থরে সাজানো তো থাকবে

লা লা লা লা

লা লা লা লা

লা লা লা লা... লা লা লা

কপি করা থেকে বিরত থাকুন

আর ভদ্রতা বজায় রাখুন

গল্পের প্রথম পাতায়

লিখা আছে দুজনার নাম

কি করে দু’জনে কাছে আসলাম

গল্পের দ্বিতীয় পাতায়

চোখে চোখে রাখা শুধু চোখ

সোহাগে আদরে ভরেছে এ বুক।

তারপর............

তারপর শাখা ও প্রশাখা

সেখানে ও রয়েছে লিখা

তোমাদের আসা আছে

যাওয়া শুধু নেই ...

অল্প অল্প করে জীবনের গল্প

থরে থরে সাজানো তো থাকবে

লা লা লা লা

লা লা লা লা

লা লা লা লা...লা লা লা

ঘুরে আসুন

গল্পের মাঝের পাতায়

বাঁধা হলো স্বপ্নের ঘর

আপন আর হয়েছে

যে ছিল পর।

গল্পের শেষের পাতায়

অবিরাম গানেরই লেশ

শেষটায় এসে ও হয়না শেষ

তারপর.......

তারপর দেখা অদেখা

সেখানে ও রয়েছে লেখা

একটি ছাদের নিচে রবো এ ভাবে।

অল্প অল্প করে জীবনের গল্প

থরে থরে সাজানো তো থাকবে

কখনো সূর্য দিন

কখনো চন্দ্ররাত

কখনো গ্রহন তো লাগবেই

অল্প অল্প করে জীবনের গল্প

থরে থরে সাজানো তো থাকবে

সব সময় সাথেই থাকুন

Monir Khan کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے