menu-iconlogo
logo

সব কিছুরি শুরু আছে

logo
avatar
Monir Khanlogo
TAPOS_MajumderAMB🇧🇩logo
ایپ میں گائیں
بول
হুম...হুম হুম হুম..

আ...আ আ আ..

সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়

শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়

দুঃখের শেষে সুখ এসে দুয়ারে দাড়ায়

সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়

শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়

সারা জনম কেঁদেও কারো দুঃখ না ফুরায়

সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়

শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়

অন্ধকারে কতই-না ফুল ফুটে ঝরে যায়

আধারে যার জীবন শুরু আঁধারে হারায়

কিছু হৃদয় রাত জেগে রয় ভালোবাসায়

এমন একটি ঝরে যাওয়া ফুলের আসায়

কিছু ফুল ঢাকা পড়ে শুকনো পাতায়

সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়

শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়..।

হুম...হুম হুম হুম

আ...আ আ আ

কিছু দিনের জন্য চাঁদও জোছনা হারায়

আঁধার কেটে গেলে আবার আলো ছড়ায়

লক্ষ কোটি তারা জ্বলে আকাশের-ই গায়

তবু কিছু তারা জ্বলে,হঠ্যাৎ চলে যায়

ইচ্ছে করে কিছু হৃদয় দুঃখ-ই কুড়ায়

সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়

শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়

সারা জনম কেঁদেও কারো দুঃখ-না ফুরায়

সব কিছুর-ই শুরু আছে শেষ হয়ে যায়

শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়

দুঃখের শেষে সুঃখ এসে দুয়ারে দাঁড়ায়

হুম হুম হুম...

হুম হুম হুম...।

সব কিছুরি শুরু আছে بذریعہ Monir Khan - بول اور کور