menu-iconlogo
huatong
huatong
msreza--cover-image

ভালবাসা অন্ধ এ কথাই বলে সবাই

M.S.REZAhuatong
এমএসরেজাhuatong
بول
ریکارڈنگز
মেয়ে:- ভালোবাসা অন্ধ এ কথায় বলে সবাই

আমি নিজেকে অন্ধ করে, সারাটা জীবন ধরে

তোমার বুকের ঘরে রয়ে যেতে চাই

আমি তোমার বুকের ঘরে রয়ে যেতে চাই

ছেলে:- ভালোবাসা অন্ধ এ কথায় বলে সবাই

আমি নিজেকে অন্ধ করে, সারাটা জীবন ধরে

তোমার বুকের ঘরে রয়ে যেতে চাই

আমি তোমার বুকের ঘরে রয়ে যেতে চাই

মেয়ে:- তুমি ছাড়া এ জীবনে আর কিছু নেই

আমার পৃথিবী বলে চিনি তোমাকেই

ছেলে:- তুমি ছাড়া এ জীবনে আর কিছু নেই

আমার পৃথিবী বলে চিনি তোমাকেই

মেয়ে:- অামি হাজারো স্বপ্ন দেখে

আবারো দু চোখ ঢেকে

তোমাকে হৃদয়ে রেখে,সবই পেয়ে যায় অামি

আোমাকে হৃদয়ে রেখে সবই পেয়ে যায়

ভালোবাসা অন্ধ এ কথায় বলে সবাই

আমি নিজেকে অন্ধ করে,

সারাটা জীবন ধরে

তোমার বুকের ঘরে

রয়ে যেতে চাই

আমি তোমার বুকের ঘরে

রয়ে যেতে চাই

ছেলে:- গানে গানে যত কথা বলি বার বার

সুরের বাঁশিতে বাজে তুমি যে আমার

মেয়ে:-গানে গানে যত কথা বলি বার বার

সুরের বাঁশিতে বাজে তুমি যে আমার

ছেলে:- আমি হৃদয়ে তৃষ্ণা জ্বেলে,

জীবন মরণ ভুলে

জনমে জনমে যেন তোমাকেই পাই অামি

জনমে জনমে যেন তোমাকেই পাই

মেয়ে:- ভালোবাসা অন্ধ এ কথায় বলে সবাই

আমি নিজেকে অন্ধ করে,

সারাটা জীবন ধরে

তোমার বুকের ঘরে,

রয়ে যেতে চাই

আমি তোমার বুকের ঘরে

রয়ে যেতে চাই

ছেলে:- আমি তোমার বুকের ঘরে

রয়ে যেতে চাই

M.S.REZA کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے