মা আমি বন্ধি কারাগারে
আমি বন্ধি কারাগারে
আমি বন্ধি কারাগারে
আছি গো মা বিপদে
বাইরের আলো চোখে পড়েনা মা
আমি বন্ধি কারাগারে
আমি বন্ধি কারাগারে
জেলখানার সম্বল থালাবাটি কম্বল
এ ছাড়া অন্ন কিছু মেলে না মা
জেলখানার সম্বল থালাবাটি কম্বল
এ ছাড়া অন্ন কিছু মেলে না
সকাল আর সন্ধ্যায়
দুইটি রুটি দেয়
রুটি খেয়ে পেট ভরে না মা
আমি বন্ধি কারাগারে
আমি বন্ধি কারাগারে
এই ছিলো কপালে হাত বাধা শিকলে
পিপাসায় বুক ফেটে যায় মা
এই ছিলো কপালে হাত বাধা শিকলে
পিপাসায় বুক ফেটে যায় মা
সকাল আর রাতে চাবুকের আগাতে
বুকের রক্ত ঝরে পড়ে মা
আমি বন্ধি কারাগারে
আমি বন্ধি কারাগারে
আমি দুঃখের দুখী কবে হব সুখী
তাওতো এসে কেউ বলে না মা
আমি দুঃখের দুখী কবে হব সুখী
তাওতো এসে কেউ বলে না মা
আর জালা সহে না প্রাণে যে মানে না
মশার কামড়ে ঘুম আসে না মা
আমি বন্ধি কারাগারে
আমি বন্ধি কারাগারে
আছি গো মা বিপদে
বাইরের আলো চোখে পড়ে না মা
আমি বন্ধি কারাগারে
আমি বন্ধি কারাগারে