menu-iconlogo
huatong
huatong
avatar

লোকে বলে মন দিলে মন পাওয়া যায় সই

Mujib Pardeshihuatong
robin_star4huatong
بول
ریکارڈنگز
লোকে বলে মন দিলে

মন পাওয়া যায় সই........

আমি বলি না....

মন শুধু নিতে জানে গো

দিতে জানে না বন্ধু

দিতে জানে না বন্ধু রে

লোকে বলে মন দিলে

মন পাওয়া যায় সই.......

আমি বলি না....

মন শুধু নিতে জানে গো

দিতে জানে না বন্ধু

দিতে জানে না বন্ধু রে

জানতাম যদি মন দিয়া কেন এমন হয়...

পিরিতে বান্ধাইয়া মোরে নিজে দুরে রয়

জানতাম যদি মন দিয়া কেন এমন হয়...

পিরিতে বান্ধাইয়া মোরে নিজে দুরে রয়

এইকি রে পিরিতের রীতি বন্ধু

এইকি রে পিরিতের রীতি বন্ধু

আগে জানতাম না...

মন শুধু নিতে জানে গো

দিতে জানে না বন্ধু

দিতে জানে না বন্ধু রে

সরলে গরল মিশাইয়া কান্দাইলি আমারে....

সরলে গরল মিশাইয়া কান্দাইলি আমারে

সেই কলংঙ্কের বিচার তোমায় গো

ধর্মে যেন করে বন্ধু

ধর্মে যেন করে বন্ধু রে

শোন শোন নগরবাসী শোন আমার গান...

আমার মত পিরিত কইরা

দিয়ো না কেউ প্রাণ

শোন শোন গ্রামবাসী শোন আমার গান...

আমার মত পিরিত কইরা

দিয়ো না কেউ প্রাণ

জ্বালা শুধু দিতে জানে বন্ধু

জ্বালা শুধু দিতে জানে বন্ধু

জ্বলতে জানে না

মন শুধু নিতে জানে গো

দিতে জানে না বন্ধু

দিতে জানে না বন্ধু রে

লোকে বলে মন দিলে

মন পাওয়া যায় সই.....

আমি বলি না....

মন শুধু নিতে জানে গো

দিতে জানে না বন্ধু

দিতে জানে না বন্ধু রে

Mujib Pardeshi کے مزید گانے

تمام دیکھیںlogo

یہ بھی پسند آسکتا ہے