menu-iconlogo
huatong
huatong
niladri-banerjeekajol-chatterjee-amar-tumi-cover-image

Amar Tumi

Niladri Banerjee/Kajol Chatterjeehuatong
odstmarinesdeltahalohuatong
بول
ریکارڈنگز
অলীক কোনো দুপুরে

পেঁজা মেঘেদের ভিড়ে

নতুন কিছু খুঁজে নাও

অচিন ডাকে সাড়া দাও

ভেজা শালিক বারান্দাও

আলোর পিছু ভুলে যাও

অলীক কোনো দুপুরে

পেঁজা মেঘেদের ভিড়ে

নতুন কিছু খুঁজে নাও (খুঁজে নাও)

অচিন ডাকে সাড়া দাও

ভেজা শালিক বারান্দাও

আলোর পিছু ভুলে যাও

তবু কি ভুলতে পারো তুমি

এক চিলতে আমাকে?

যেন গুনগুন নিষ্পলকে

চেনা নাম ধরে ডাকে

তাই আজ বলে দাও একঘেয়েমি

সব শেষে আমার তুমি

পুরোটাই যে পাগলামি

জানি তাও আমার তুমি

আমার ডাকে দিচ্ছে টান

লাটাই-সুতো বেমানান

শহর তুমি অহর্নিশ

তুমুল আলোয় মোড়া চাঁদ

আমার চোখে মরণফাঁদ

বৃষ্টি হলো, কী ভাগ্যিস!

তবু কি চিনতে পারো তুমি

একরত্তি নিজেকে

সেই ঘুমঘুম নিষ্পলকে

চেনা নাম ধরে ডাকে

তাই আজ বলে দাও একঘেয়েমি

সব শেষে আমার তুমি

পুরোটাই যে পাগলামি

জানি তাও আমার তুমি

তাই আজ বলে দাও একঘেয়েমি

সব শেষে আমার তুমি

পুরোটাই যে পাগলামি

জানি তাও আমার তুমি

Feel like the way I feel

You got me in my feelings

Don't wanna make it real?

یہ بھی پسند آسکتا ہے