menu-iconlogo
logo

তোমার হিয়ারও মাঝারে

logo
بول
(F)-তোমার হিয়ারও মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে

(M))-তোমার হিয়ারও মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে……..

পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে

(F)-পাখিটারে গোপনে রাইখো বুকে যতনে

নইলে একদিন কান্দিবে

(M)-পাখিটার নাম অঞ্জনা

দেখতে পাখি মন্দ না …..

ডাক দিলে হৃদয় ডালে বসিবে

পাখিটার নাম অঞ্জনা

দেখতে পাখি মন্দ না …..

ডাক দিলে হৃদয় ডালে বসিবে।

পাখি বড় সেয়ানা

প্রেম ছাড়া সে বোঝে না

পাখি বড় সেয়ানা

প্রেম ছাড়া সে বোঝে না

ভালোবাসলে সে ও বাসিবে।

নইলে একদিন কান্দিবে

(F)-পাখির বাড়ি প্রেম নগর

মধ্যে একখান শূন্য ঘর …..

অতি কাছে ডাক দিলে সে শুনিবে

পাখির বাড়ি প্রেম নগর

মধ্যে একখান শূন্য ঘর …..

অতি কাছে ডাক দিলে সে শুনিবে

কুহু সুরে ডাক দিলে

প্রেমের পাখি যায় গলে

কুহু সুরে ডাক দিলে

প্রেমের পাখি যায় গলে

বারণও না শুনে সে যে আসিবে ।

নইলে একদিন কান্দিবে

(M)-এ হেনো যৌবনও কাল

ফুটলো ফুল গন্ধে মাতাল…..

আর কত দূরে বলো থাকিবে

(F)-এ হেনো যৌবনও কাল

ফুটলো ফুল গন্ধে মাতাল…..

আর কত দূরে বলো থাকিবে

(M)-জাহাঙ্গীর রানা কয় তোর

হিয়াতে বানাইয়া ঘর

(F)-জাহাঙ্গীর রানা কয় তোর

হিয়াতে বানাইয়া ঘর

হৃদয় বিছাইয়া কাছে টানিবে ।

নইলে একদিন কান্দিবে

(M)-তোমার হিয়ারও মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে

(M+F)-তোমার হিয়ারও মাঝারে

বান্ধিয়া রাইখো মোরে

নইলে একদিন কান্দিবে।

তোমার হিয়ারও মাঝারে بذریعہ Nishita barua - بول اور کور